ভারতের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খট্টরের বাসভবনের বাইরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন কৃষকরা। কৃষক আন্দোলনের অন্যতম আয়োজক সংগঠন কৃষক মোর্চার ডাকা আন্দোলনে জড়ো হন হাজারো মানুষ। কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে স্লোগান দেন বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে আগে থেকেই উপস্থিত ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাঁদানে গ্যাস ছুড়ে। এসময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারী পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে বেশ কয়েজন আহত হন। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বাড়ির সামনে আধা-সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। তার বাড়িমুখী সব রাস্তায় বসেছে হরিয়ানা পুলিশের ব্যারিকেড। মিছিল প্রসঙ্গে হরিয়ানা পুলিশের এক কর্মকর্তা বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু সহিংসতার পথ বেছে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করলে ছাড় দেব না। আমরা পরিস্থিতি নজর রাখছি। আগামী ১১ অক্টোবর পর্যন্ত হরিয়ানাজুড়ে চলবে এই বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি। গত বছরে নরেন্দ্র মোদি সরকার প্রণিত নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে কৃষক বিক্ষোভ চলছে।