নোবেল শান্তি পুরস্কার এ বছর কি গ্রেটা থুনবার্গ?

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণে বিশ্ব নেতারা জলবায়ু সম্মেলনে বসার ঠিক তিন সপ্তাহ আগে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। অনেকেই মনে করছেন, এ বছর তা পেতে পারেন কিশোরী সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। বিশ্বের সবচেয়ে রাজনৈতিক মর্যাদাসম্পন্ন এই পুরস্কার কে পাচ্ছেন? তা জানা যাবে আগামী ৮ অক্টোবর। বেশিরভাগ সময়ই দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে এ পুরস্কার জিতে নিয়েছেন কেউ। বিষয়টি যারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা বলছেন, এটা অনুমান করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে- বৈশ্বিক সেইসব ইস্যুর দিকে নজর রাখা, যা নোবেল কমিটির ৫ সদস্যের মনে রেখাপাত করতে পারে। খবর বিডিনিউজের।
আগামী নভেম্বরে স্কটল্যান্ডে অনুষ্ঠেয় কপ ২৬ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি গুরুত্ব পেতে পারে। বিজ্ঞানীরা এই সম্মেলনকে আগামী দশকে গ্রিন হাউজ গ্যাস নির্গমণের একটি সীমা বেঁধে দেওয়ার শেষ সুযোগ হিসাবে দেখছেন। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার যদি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ধরে রাখা যায় তবেই কেবল তারা বড় ধরনের বিপর্যয় এড়ানোর আশা দেখছেন।

পূর্ববর্তী নিবন্ধহরিয়ানায় কৃষক আন্দোলন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ব্যাপক সংঘর্ষ
পরবর্তী নিবন্ধতাইওয়ানের আকাশে ৩৮ চীনা যুদ্ধবিমান