হরিণ খাইনে মুক্তিযোদ্ধা এম এ ছবুরের স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

স্বীধীনতার ৪৯ বছর পর পটিয়ার হরিণ খাইনে মুক্তিযোদ্ধা শহীদ এম এ ছবুরের স্মৃতিস্তম্ভ নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধারা শহীদ এম এ ছবুরের বাড়ির সড়কটি আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করে তার নামে সড়কটির নামকরণের দাবি জানান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন, আবুল কাশেম চৌধুরী, জামাল উদ্দিন খাঁন, রণজিত দাশ, জাফর আহমদ, নুরুল আলম, হাজী নুরুল হক, শওকত আকবর মেম্বার, রবিউল হোসেন বাদশা, বদরুল হক, সাইফুল্লাহ আল কাদেরী, হাজী জাফর আহমদ, হাজী জাহাঙ্গীর আলম, মাহফুজ চৌধুরী, হাজী মো. নাছির, মো. ইছহাক মিয়া, আবু বক্কর কোম্পানি, হাজী শামসুল আলম, আলমগীর চৌধুরী, আবুল কালাম, শেয়ার আলী, আবু তৈয়ব, শাহ আলম। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার সুদীর্ঘ ৪৯ বছর অতিক্রম হলেও শহীদ এম এ ছবুরের যথাযথ মূল্যায়ন হয়নি। তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার বাড়ির সড়কটি তার নামে নামকরণের দাবি জানান। এছাড়া তার নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে আগামী প্রজম্ম যাতে তাকে স্মরণ রাখতে পারে তার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন ও সমাজের মূল স্রোতে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধমামলার তিনদিনের মাথায় সমঝোতা!