হরিণখাইনে শীতবস্ত্র পেল ১০০০ অসহায় দরিদ্র মানুষ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

পটিয়ার হরিণখাইনে শীতবস্ত্র পেল ১০০০ হাজার হত দরিদ্র অসহায় মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক কমিটির উদ্যোগে গত সোমবার শাহ মুছা কিস্তি মাজার প্রাঙ্গনে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। হরিণখাইন নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আকবর মেম্বারের সভাপতিত্বে ও নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম মাস্টারের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আজিজুল হক সওদাগর। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা। বিশেষ বক্তা ছিলেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নুর আহমদ। অতিথি ছিলেন জসিম উদ্দীন, জয়নাল আবেদীন কোম্পানি, আহমদ হোসেন, নুরুল ইসলাম, বেলাল উদ্দিন, শামসুল আলম সাওদাগর, জানে আলম কোম্পানি, শফিকুল ইসলাম শফি, মো. জামাল, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে
পরবর্তী নিবন্ধষড়যন্ত্র মোবাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার বিকল্প নেই