আনোয়ারার ওষখাইন দরবার : আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলার ওষখাইন দরবারে গতকাল সন্ধ্যায় তিনদিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে। মাহফিলের প্রথম দিনে পীরজাদা মো. এনামুল হক শাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রজায়ী যুব তরিকত কমিটির চেয়ারম্যান মো. খোরশেদ উল্লাহ রজায়ী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আকতার জামাল চৌধুরী, ব্যাংকার মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কৃষকলীগ নেতা আতিকুর রহমান চৌধুরী, মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী, মাওলানা আবু তাহের নিজামী। মাহফিলে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, প্রধান ওয়ায়েজ ছিলেন মুফতি মো. গোলাম রব্বানী কাসেমী ও মাওলানা মো. শাহজাহান আলকাদেরী। পরৈকোড়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামা’তের আয়োজনে ও মাহফিল উদযাপন কমিটির চেয়ারম্যান শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়ার সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী কারবালা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
পটিয়া আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা : গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মানবিক টিমের প্রধান এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, প্রতিটি সমাজে এখনও অনেক মানুষ কষ্টে জীবনযাপন করছে। মানুষের জন্যই মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। মানুষের দূরাবস্থা দূর করতে সবাইকে মানবিক হতে হবে। গত ৪ আগস্ট বৃহস্পতিবার পটিয়া দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে মাহফিলে শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় কারবালা মাহফিলে সংবর্ধেয় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাহফিল পরিচালনা পরিষদের সাংগঠনিক সচিব নুরুল আমিন টিটুর সঞ্চালনায় মাহফিলে ছদারত করেন সোবাহানিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ আশরাফী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এম.কম, ওষখাইন আলী নগর দরবার শরীফে নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা শাহরিয়ার কামাল সাদিব রজা, মাওলানা মুহাম্মদ ইসহাক।