হযরত আহমদ ছাফা ইবতেদায়ী মাদ্রাসা প্রবাসী পরিষদের কাউন্সিল গত ৩ ফেব্রুয়ারি শারজাহর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নুরুল আবছার তালুকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইর প্রেসিডেন্ট মাহাবুব আলম মানিক সিআইপি। উদ্বোধক ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী।
মোহাম্মদ শাহাজাহান শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা সুফি নুরুল আমিন, দুবাই কনস্যুলেট অফিসার মোহাম্মদ আনিসুর রহমান, প্রকৌশলী মহিউদ্দীন ইকবাল, মোহাম্মদ আবুল হাসেম, মোহাম্মদ খাইরুল বশর, মোহাম্মদ নাছির, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, মোহাম্মদ গোলামুর রহমান, মোহাম্মদ আবুল হাসেম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ ওহিদুল আলম, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ বাবর চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ নুরুল আবছার, ইঞ্জিনিয়ার সাহেদ ছিদ্দিকি, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ এমরানুল কবির, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ বদি আহমদ, মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ জাবেদ। কাউন্সিলে মোহাম্মদ ইয়াছিন তালুকদারকে সভাপতি, মোহাম্মদ আলমগীর ছাফাকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ শাহাজাহান শাহকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা আজমকে যুগ্ম সম্পাদক, মোহাম্মদ ছাদের হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ শাহ আলমকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।