হঠাৎ রেললাইনে এসে বিগড়ে যায় বিদ্যুৎ লাইন মেরামতকারী একটি ট্রাক। পূর্ব নির্ধারিত সময়ে নাজিরহাটগামী একটি রেল ট্রাকটিকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দেয়। এতে চট্টগ্রাম–নাজিরহাট লাইনে প্রায় দুইঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাতে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ট্রেনটি উদ্ধারের পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হালদা প্যারালাল খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে নাজিরহাটগামী একটি লোকাল ট্রেন হালদা প্যারালাল খাল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিদ্যুৎ লাইন মেরামতকারী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকটি লাইনের কাজ সেরে ফেরার পথে রেলাইনে পৌঁছলে হঠাৎ বিগড়ে যায়। ট্রেন আসার সময় হওয়ায় ট্রাকে থাকা বিদ্যুৎ বিভাগের কর্মীরা আত্মরক্ষার্থে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। সংঘর্ষে লাইনের উপরই ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে করে এই শাখা রেললাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাতে নাজিরহাটগামী ডেমু ট্রেনটি হাটহাজারী রেল স্টেশন আটকা পড়ে। পরে রাত সাড়ে ৮টা–সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে লাইন পরিষ্কার করে দিলে পুনরায় রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মুছা বিএসসি ও নাজিরহাট রেল যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মো. শওকত হোসেন।










