এবার যারা হজে যাবেন তাদের মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে; এজন্য দেশব্যাপী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। আগামী ৬ মে থেকে হজযাত্রীদের এ দুই টিকা দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় এ চিঠি দিয়েছে বলে শুক্রবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার সূচি ঠিক করা হয়েছে ২১ মে। ইতোমধ্যে হজ নিবন্ধনের কার্যক্রম শেষ হয়েছে। খবর বিডিনিউজের।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সরকারিভাবে এ দুই টিকা দেওয়া হবে। জেলা অনুযায়ী নিবন্ধনকারী হজযাত্রীরা সিভিল সার্জন অফিসে গিয়ে টিকা দেবেন।
ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানান, টিকা কর্মসূচির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালককে টিকা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।
এবার কোভিডের টিকার পাশাপাশি আরও দুটি টিকা দেওয়ার শর্ত জুড়েছে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়। তাছাড়া হজযাত্রীর দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকা যাবে না বলেও সৌদি আরব জানিয়ে দিয়েছে। কোভিড সংক্রমণ কমে যাওয়ার প্রেক্ষাপটে এবার হজে যেতে বাংলাদেশিদের কোটা বাড়ায় সৌদি সরকার। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু নিবন্ধন হয় এর চেয়ে ৭ হাজার ৫০৩ জন কম। চাঁদ দেখা সাপেক্ষে এবছর ২৭ জুন হবে হজ।