বন্ধের দিনেও খোলা শিক্ষা বোর্ড

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে বন্ধের (গতকাল শুক্রবার ও আজকে শনিবার) দিনেও চট্টগ্রাম শিক্ষাবোর্ড খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ। তিনি জানান, পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো ধরনের গুজব ও অপপ্রচার যেন পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনো প্রয়োজনে কন্ট্রোল রুমের নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করা যাবে– (পরীক্ষা নিয়ন্ত্রক: ০২৩৩৩৩৩৬৭৬৪, মোবাইল: ০১৭১৮৩৪৬৪৭৩, উপ পরীক্ষা নিয়ন্ত্রক: ০১৮১৯৬১৮৯৫১, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক: ০১৮১৯১৭৩৪৯৪)

পূর্ববর্তী নিবন্ধহজযাত্রীদের নিতে হবে ২ টিকা, দেওয়া শুরু ৬ মে
পরবর্তী নিবন্ধউখিয়ায় ফের রোহিঙ্গা ক্যাস্পে আগুন, পুড়ল অর্ধশত ঘর