সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে দুর্ঘটনায় তছনছ হয়ে গেল সিলেটের এক চিকিৎসক পরিবার। এতে মারা গেছেন ডা. ইমরান খান রুমেল। গুরুতর আহত স্ত্রী ডা. অন্তরা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। অবশ্য বাবা-মায়ের সঙ্গে না থাকায় বেঁচে গেছে তাদের দুই শিশু এনায়া ও ইন্তেজা। ঢাকার উদ্দেশে রওনা হবার আগে তাদের নানার বাসায় রেখে যান মা-বাবা। ডা. অন্তরা আক্তার বিসিএস প্রিলি পরীক্ষা দিতে সিলেট থেকে এনা পরিবহনের একটি বাসে ঢাকা যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন স্বামী ডা. ইমরান। গতকাল সকাল সাড়ে ৬টার রশিদপুরের অদূরবর্তী ব্রিজের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন যাত্রীর মধ্যে রয়েছেন ডা. ইমরান। তিনি প্রখ্যাত প্যাথলজিস্ট অধ্যাপক ডা. আমজাদ হোসেনের পুত্র।