Home বৃহত্তর চট্টগ্রাম সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, এক পরিবারের স্বপ্নভঙ্গ

সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, এক পরিবারের স্বপ্নভঙ্গ

0

সন্তানকে বিদেশ পাঠিয়ে পরিবারে আর্থিক সচ্ছলতার স্বপ্ন দেখছিলেন মা-বাবা। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তাদের সে স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিল। বিদেশে সন্তানের মৃত্যু খবরে মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
জানা যায়, হাটহাজারীর মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের দিল মোহাম্মদ সওদাগরের বাড়ির মাহমুদুল হক তালুকদারের ছেলে মুহাম্মদ মাহিম চৌধুরী (১৮) গত ১১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যান। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে সেখানে কর্মস্থলে যোগ দেন। কিন্তু গত ৩ মার্চ আমিরাতের উম্মুল কোয়াইনের ঘোড়ার চক এলাকায় সড়ক পার হতে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শারজাহ আল ছাঈদ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর গত ৭ মার্চ তিনি মারা যান। দুই ভাই এক বোনের মধ্যে মাহিম সবার বড়। মাহিমের মৃত্যুতে মা-বাবা, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।