সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর মারা গেল রাকিব রহমান (২৩) নামের এক তরুণ। গত রোববার রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। নিহত রাকিব রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকার আবুল কালামের ছেলে। গত সোমবার দুপুর ১টার দিকে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানা যায়, ঈদের দুইদিন আগে গত ২০ এপ্রিল সিএনজি অটোরিক্সায় করে ব্যক্তিগত কাজে যাচ্ছিল রাকিব। অটোরিক্সার চালকের পাশে বসা ছিলেন তিনি। পিছন দিক থেকে দ্রুতবেগে আসা অন্য একটি অটোরিব্না তরুণের পায়ের সাথে লাগলে সে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, চট্টগ্রামকাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর পরই তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ১০ দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল রাকিব। দক্ষিণ ঘাটচেক এলাকার পৌর কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, ছেলেটির পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারনে চিকিৎসার জন্য অনেকেই এগিয়ে এসেছে। কিন্তু ছেলেটিকে বাঁচানো গেলনা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৭টি দোকান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে খেলাঘরের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন