কক্সবাজারের চকরিয়ায় প্রায় ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চাপায় দুই পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন বানিয়ারছড়ার জহিরুল ইসলাম (৫৫)। পেশায় দিনমজুর জহির দুই পা হারানোর পর রুটি-রুজির পথ বন্ধ হয়ে পড়ে। সীমাহীন কষ্টে দিনাতিপাত করছিলেন স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে নিয়ে। এই অবস্থায় পঙ্গু জহিরের পাশে দাঁড়িয়েছেন মালয়েশিয়াস্থ চকরিয়া উপজেলা প্রবাসী উন্নয়ন ফোরাম।
গতকাল সোমবার পঙ্গু জহিরুল ইসলামকে সহায়তা হিসেবে প্রবাসী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। সহায়তার এই টাকা পেয়ে জহির ঠিক করেছেন, একটি ক্ষুদ্র ব্যবসার দোকান খুলবেন এলাকায়। এতে তার সংসারের খরচ মিটবে। জহিরুল ইসলাম বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফজলুল করিমের পুত্র।