সড়কে পাহাড় ধস, সাজেকে ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

আটকে ছিল পর্যটকবাহী ৫০০ গাড়ি

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের নন্দরাম এলাকায় পাহাড় ধসে পড়েছে। পাহাড় ধসের কারণে গতকাল বুধবার সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে উপজেলার নন্দরাম এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তার উপর এসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে সকাল থেকে সড়কে কাজ শুরু করে সেনাবাহিনীর একটি টিম। দুপুর ২টার দিকে বাঘাইহাট-সাজেক সড়কে দীর্ঘ ১০ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে সড়ক যোগাযোগ প্রায় দশ ঘণ্টা বন্ধ থাকায় সাজেকগামী ও সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় ৫ শতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পরে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীকে বলেছিলেন ডিসেম্বরে দেশে ফিরবেন সেনা সদস্য জসিম
পরবর্তী নিবন্ধবিএনপির আন্দোলনের রূপরেখা, গুরুত্ব দিচ্ছে না আ. লীগ