বকেয়া বেতনের দাবিতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বহাদ্দারহাটস্থ বাসভবনের সামনে সড়কে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাকলিয়ার ডায়নামিক ফাইভ নিটওয়্যার লিমিটেড নামে একটি কারখানার প্রায় দুইশ শ্রমিক। সড়ক অবরোধ করায় বহাদ্দারহাট থেকে শাহ আমানত ব্রিজমুখী সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
অবস্থান নেয়া শ্রমিকরা জানান, গতকাল সোমবার সকাল নয়টার দিকে বেতনের দাবিতে তারা মেয়রের সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু তখন তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়ক অবরোধ করেন। ১টার দিকে চান্দগাঁও থানা পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়কের একপাশে সরিয়ে দেয়। এতে একপাশে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে বিকেল ৪টার দিকে মেয়রের পক্ষ থেকে কয়েকজন কাউন্সিলর এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এরপর শ্রমিকরা সড়ক থেকে সরে এসে মেয়রের বাসভবনের সামনে ফুটপাতে অবস্থান নেন। পরে আগামী ২৫ মে কারখানার মালিকপক্ষ থেকে বকেয়া বেতন পাওয়ার আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যান শ্রমিকরা। এদিকে বিক্ষোভ করার সময় গরমে নিপা আক্তার নামে এক শ্রমিক অজ্ঞান হয়ে যান। জানা গেছে, গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটির শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। গত ১৮ এপ্রিল এ বিষয়ে বহদ্দারবাড়ির মেয়রের বাসভবনে একটি বৈঠক হয়। ওইদিন শ্রমিকদের বকেয়ার কিছু টাকা পরিশোধ করা হয়। ওইদিন চসিক থেকে পাঠনো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডায়নামিক ফাইভ নিটওয়্যার লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর আলম মেয়রের সাথে বসে আলোচনার পর তাৎক্ষণিকভাবে শ্রমিকদের বেতনের একাংশ প্রদান করেন। জাহাঙ্গীর আলম মে মাসের ১৫ তারিখের মধ্যে সব শ্রমিকের বকেয়া বেতন এবং বোনাস হিসেবে অতিরিক্ত আরো এক হাজার টাকা করে প্রদান করার অঙ্গীকার করেন। ১৫ মে এর মধ্যে সমস্ত বকেয়া পরিশোধে ব্যর্থ হলে সিটি মেয়র, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং কল–কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজির নেতৃত্বে কারখানার সব সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা প্রদানে কোনো আপত্তি থাকবে না বলেও অঙ্গীকার দেন।
এদিকে গতকাল সোমবার নির্ধারিত দিনে বকেয়া না পাওয়ায় শ্রমিকরা ধারণা করে এবারও মেয়রের হস্তক্ষেপে বকেয়া পাওয়া যাবে। তাই মেয়রের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরে শিল্প পুলিশ, মালিকসহ বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হন তারা।
গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান সাংবাদিকদের জানান, গত ১২ এপ্রিল ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি মালিকপক্ষ। কিন্তু বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয়। ওইদিন বিষয়টি কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকে জানায় শ্রমিকরা।
এ বিষয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, আসলে জেলা প্রশাসকের ওখানে বৈঠক হয়েছে তিনি সমাধান করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ডিআইজি, শ্রমিক নেতৃবৃন্দ আমার ওখানে এসেছিল, যেহেতু তাদের বন্ধ তাই আমার উঠান থেকে টাকা বিলি করে। এখন শ্রমিকরা মনে করছে মেয়র বলে দিলে তাদের বেতন দেয়া হবে। তাই হয়তো তারা এসেছে। শ্রমিকরা গরিব মানুষ তারা সারা দিন বসে আছে। আর কলখানার বিষয়ে যাদের দায়িত্ব তাদের খবর নাই। মেয়র বলেন, সর্বশেষ আমাদের কাউন্সিলর, শিল্প পুলিশের ডিআইজি, থানা পুলিশ সবাই গেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, আজ (গতকাল) ডায়নামিক ফাইভ নিটওয়্যার লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ডেট ছিল। কিন্তু পরিশোধ না করায় শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের কাউন্সিলিং করে রাস্তার এক পাশে সরিয়ে দিই। মালিকপক্ষ আগামী ২৫ মে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়ায় তারা ফিরে যায়।
এদিকে সড়কে অবস্থান নেয়া শ্রমিকরা বলেন, বকেয়া বেতন না পাওয়ায় তাদের দিনযাপনে কষ্ট হচ্ছে। ভাড়া দিতে না পারায় অনেককে বাসা ছেড়ে দিতে হয়েছে। ঋণ করে তাদের চলতে হচ্ছে। জান্নাত নামে এক শ্রমিক বলেন, চার মাস ধরে বেতন বকেয়া। রমজান মাসে মেয়র বরাবর অভিযোগ করি। তখন মেয়রের সুপারিশে তিন হাজার টাকা করে পাই। এরপর মালিকপক্ষ আর যোগাযোগ করেনি।