স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন

আসামে বন্যা

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

 

আসামে বন্যার মধ্যে স্রোতের তোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের অনেকগুলো বগির উল্টে যাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে খেলনার মতো একের পর এক বগি উল্টানোর চিত্রই সেখানকার বন্যা পরিস্থিতির ভয়াবহতা বোঝাচ্ছে বলে জানিয়েছে। সংবাদমাধ্যমটি লিখেছে, মাত্র কয়েক মিনিট। গোটা হাফলং স্টেশনকে গ্রাস করে ফেলল জলকাদার স্রোত। খবর বিডিনিউজের।

পুরো চেহারাই বদলে গেল স্টেশনের। কোথায় স্টেশন! কয়েক মিনিটে চারপাশ যেন একটা স্রোতস্বিনীর চেহারা নিয়ে ফেলেছিল। চারদিকটা ঘোলা। অঝোরে বৃষ্টি চলছিল। তার মধ্যেই গাছ, কাঠ, ধ্বংসস্তুপ ঠেলে নিয়ে স্টেশনেই দাঁড়িয়ে থাকা একটি গোটা ট্রেনের উপর আছড়ে পড়ল সেই জল। খেলনার মতো একের পর এক বগি উল্টে দিল সেই জলের স্রোত। বন্যার কারণে রোববার থেকে হাফলঙের সঙ্গে সড়ক, রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন।

এ দফার বন্যায় এরই মধ্যে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশটির বাজালি, বাকসা, কাছাড়, চরাইদেও, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, ডিমা হাসাও, কামরূপ, কার্বি আলং, নওগাঁও, শোনিতপুর, মাজুলি এবং হোজাইসহ ২০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হোজাই এবং কাছাড় জেলার। বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যুরও খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধখাবারের দাম বাড়ায় শিশুদের অপুষ্টি ‘বিপর্যয়’ আনতে পারে: জাতিসংঘ
পরবর্তী নিবন্ধবই পড়া