স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে

চট্টগ্রামে যুবলীগের সমন্বয় সভায় শেখ ফজলে নাঈম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

যুবলীগ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে সমন্বয় সভা চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমনের সভাপতিত্বে এবং উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় নির্বাচনী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, বিশেষ অতিথি ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবলীগ সভাপতি এস.এম রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম, মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমন্বয় সভায় প্রধান অতিথি শেখ ফজলে নাঈম বলেন, বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তরের স্বপ্নকে বাস্তবায়ন করতে চট্টগ্রামের জনগণ নৌকা প্রতীকে ভোট দিবেন। তিনি প্রত্যাশা করেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে সংকল্প করেছেন তা বাস্তবায়ন করতে তিনি সৎ, যোগ্য ও সৃষ্টিশীল মানুষ হিসেবে মো. মহিউদ্দিন বাচ্চুকে বেছে নিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুর রহমান, নাসির উদ্দীন মিন্টু, আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন আজম, নিয়াজ মোর্শেদ এলিট, রেজাউল করিম বাপ্পী, নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, এড. আরশাদ হোসেন আসাদ, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন, দেবাশীষ পাল দেবু, সুরঞ্জিত বড়ুয়া লাবু, আসহাব রসুল জাহেদ, সাখাওয়াত হোসেন সাকু, মিজানুর রহমান, শহিদুল আলম, নাছির হায়দার বাবুল, মর্তুজা কামাল মুন্সী, শহিদুল ইসলাম, মোহাম্মদ মাঈনুদ্দিন, দিদারুল আলম দিদার, ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, এরশাদ হোসেন, এস. করিম, সনত বড়ুয়া, দিদারউর রহমান তুষার, গিয়াস উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন, .জে.এম মহিউদ্দিন রনি, মনোয়ারুল আলম নোবেল, আবুল বশর, এম.এ খালেদ, আবিদ হোসেন, নুরুল আমিন, সৈয়দ ওমর ফারুক, মান্না বিশ্বাস, এড. আখতারুজ্জামান রুমেল, হেলাল উদ্দিন আহমেদ, প্রফেসর রেজাউল করিম, নঈম উদ্দিন খান, রাজীব হাসান রাজন, আলমগীর টিপু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় মৎস্য পদক পাচ্ছেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধপ্যান্ডোরার বাক্স