স্মার্ট দেশের জন্য চাই স্মার্ট শিক্ষা

উরকিরচর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

উরকিরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা বলেছেন,স্মার্ট বাংলাদেশের জন্য চাই স্মার্ট শিক্ষা। তাঁরা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

গত ৪ মার্চ প্রধান শিক্ষক বিলাস কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ।প্রধান আলোচক ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ৩ কৃতী শিক্ষার্থী সাতকানিয়া সরকারি কলেজের ইংরেজির প্রভাষক মিজানুর রহমান, চমেক হৃদরোগ বিভাগের ডা. আফরিন সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া জান্নাত। শিক্ষক মো. ইউসুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নুরুল আমিন, মোহাম্মদ আইয়ুব, আবুল কালাম মেম্বার, জসিম উদ্দিন শাহ, দিদারুল আলম, মো. সাইফুল আজম, মেরি বিশ্বাস, মো. আবু তালেব, মৃণাল কান্তি দাশ, কীর্তি রঞ্জন বড়ুয়া, নন্দিতা দাশ, সুমী ঘোষ, জাহাঙ্গীর আলম, সাজ্জাদুল ইসলাম, শ্যামল দাশ, অভি চৌধুরী, শৈবাল বড়ুয়া, মোমিনুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণী মহড়া
পরবর্তী নিবন্ধ‘সমাজে অনগ্রসর জনগোষ্ঠীর মানব মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাব’