‘সমাজে অনগ্রসর জনগোষ্ঠীর মানব মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাব’

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

মমতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রফিক আহামদের একুশে পদক প্রাপ্তিতে গত সোমবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর আগ্রাবাদস্থ রশিদ বিল্ডিংয়ের ২য় গলি উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. জাকারিয়া, আতিক আহমেদ, মোহাম্মদ শাহারিয়ার, তৌহিদ আহমেদ, আবদুল মাবুদ জামসেদ, এসআই আহলাদ জামিল মিনহাজ, মাসুদ আহমেদ, মো. ফরিদ আহমেদসহ অন্যরা। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিবেদিত প্রাণ হয়ে গত ৫ দশক ধরে যে মানবিক কাজগুলো করছেন তার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার তাকে যে সম্মান দিয়েছে তা প্রশংসনীয়। একুশে পদক প্রাপ্তির মাধ্যমে চট্টগ্রাম বাসির মুখ উজ্জল করেছেন রফিক আহামদ, সমাজে তাঁর অবদান ও কাজের জন্য চট্টলাবাসি গর্বিত বলে উল্লেখ করছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় একুশে পদকপ্রাপ্ত রফিক আহামদ বলেন, কাজের জন্য পুরস্কৃত হবো এ কথা ভেবে কোনদিন কাজ করিনি, মানুষের মুখে হাসি ফোটানো ও সমাজে অনগ্রসর জনগোষ্ঠীর মানব মর্যাদা প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট দেশের জন্য চাই স্মার্ট শিক্ষা
পরবর্তী নিবন্ধশিশুদের ঘন ঘন জ্বর হলে প্রস্রাব পরীক্ষা করা জরুরি