স্মার্ট আবাসনের প্রতীক ‘সাফায়ার লাইফস্টাইল’

সিপিডিএল এর নতুন উদ্যোগ

| সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

আবাসন খাতের জনপ্রিয় নাম সিপিডিএল, এবার নিয়ে এসেছে নগরীর উচ্চবিত্তদের জন্য স্মার্ট আবাসন ব্যবস্থা ‘সাফায়ার লাইফস্টাইল’। সপ্তাহব্যাপী চলে সাফায়ার লাইফস্টাইলের পরিচিতিমূলক কার্যক্রম যার সমাপ্তি হয় গত ২ এপ্রিল। সাফায়ার লাইফস্টাইল কি বা কেন এ বিষয়ে জানতে চাইলে, সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বলেন, সর্বোচ্চ মানের বিলাসবহুল এপার্টমেন্টের সঙ্গে প্রায়োরিটি সার্ভিস নিয়ে সাজানো এই কনসেপ্ট চট্টগ্রামের আভিজাত্যপূর্ণ আবাসনকে নতুন পরিচয় প্রদান করবে। চুলচেরা বিশ্লেষণ করে এই কনসেপ্টের প্রকল্পগুলোকে নির্বাচন করা হয়েছে।
প্রাথমিকভাবে নগরীর ও আর নিজাম রোড, নাসিরাবাদ আ/এ এবং নর্থ খুলশিতে নির্বাচিত কিছু প্রকল্প নিয়ে সাজানো হয়েছে সাফায়ার লাইফস্টাইলের মূল পরিকল্পনা। এসব প্রকল্প সমূহ মৌলিক আবাসনের গণ্ডির বাইরে গিয়ে জীবনকে সুপ্রসারিত করার লক্ষ্যে নির্মিত হচ্ছে। সুবিখ্যাত স্থপতিদের ডিজাইনকৃত দৃষ্টিনন্দন স্থাপনা সমূহ ডাবল হাইটস এন্ট্রান্স, প্রাকৃতিক সবুজে সাজানো আরবান কোর্ট ইয়ার্ডের সাথে ক্লাব হাউজ, সুইমিংপুল, ইনডোর-আউটডোর প্লে জোন, লাইব্রেরি, লাউঞ্জ, বারবি কিউ ইত্যাদি রেগুলার ফিচার নিয়ে নির্মিত হচ্ছে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার বর্গফুটের এক একটি এপার্টমেন্ট। ফলে সাফায়ার লাইফস্টাইল চট্টগ্রাম নগরীতে সর্বাধুনিক জীবনধারা ও স্মার্ট আবাসন হিসেবে আত্মপ্রকাশ করছে। সময়ের সাথে সাথে প্রতিটি সাফায়ার লাইফস্টাইল এপার্টমেন্ট হয়ে উঠবে উচ্চমাত্রার আভিজাত্যের প্রতীক। উল্লেখ্য, গত ২৫ মার্চ ও আর নিজাম রোডে অবস্থিত সাফায়ার লাইফস্টাইলের প্রথম সংযোজন ‘চারুকাব্য’ প্রকল্প প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানিকতায় যাত্রা শুরু হয় নতুন এই কনসেপ্ট এর।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘর মহানগর কমিটির শাখা আসর সমূহের যৌথ সভা
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সভা