যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হিসাবে ভুল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আক্রমণ করলে পশ্চিমাদের জবাব কেমন হতে পারে, সে বিষয়ে তিনি ভুল ধারণা করেছিলেন। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, স্বাধীনতার চেতনা সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ী হয়েছে।
নেটো ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে রাশিয়ার নেতা পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, কোনো রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। আর সেজন্য কতটা মূল্য দিতে হবে, তার কোনো ধারণাই পুতিনের নেই। আগ্রাসী আচরণের জন্য যদি মূল্য দিতে না হয়, স্বৈরশাসকরা আরো বেশি বিশৃঙ্খলা তৈরি করে।