প্রিমিয়ার ক্রিকেটের সুপার ফোর পর্বে পাইরেটস

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব নিশ্চিত করেছে পাইরেটস অব চিটাগাং। লিগে সবার আগে শিরোপা নির্ধারনী এই পর্বে জায়গা করে নিল পাইরেটস। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাইরেটস অব চিটাগাং ৭ উইকেটে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সুপার লিগ নিশ্চিত করে। ব্যাটে বলে দারুন পারফরম্যান্স করেছে পাইরেটসের ক্রিকেটাররা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা ইস্পাহানী স্পোর্টিং ক্লাব শুরুটা ভাল করতে পারেনি। উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। ১৩ রান করে ফিরেন আল আমিন। দুই রান পর ২০ রান পর ফিরেন পাভেল। ৪৩ রানে পৌঁছাতে তৃতীয় উইকেট হিসেবে ফিরেন ২০ রান করা রায়িদ। এরপর মামুনুর এবং মিনহাজ মিলে জুটি গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ৩৭ রানের বেশি যোগ করতে পারেনি। চতুর্থ উইকেট হিসেবে ৩০ রান করা মামুনুর রশিদ ফিরলে শুরু হয় ইস্পাহানীর ব্যাটিং লাইনে ধ্বস। ৮০ রানে ৪ উইকেট হারানো ইস্পাহানী স্পোর্টিং ক্লাব বাকি ছয়টি উইকেট হারায় ৪৯ রানে। ফলে চরম বিপর্যয়ের মধ্যে শেষ পর্যন্ত ১২৯ রান করতে সক্ষম হয় ইস্পাহানী স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে অন্যান্যের মধ্যে ২৫ রান করেন মিনহাজ। ১৮ রান আসে সিফাতের ব্যাট থেকে। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ১৩ রানে ৩ উইকেট নেন আরিফ। ২৪ রানে ২ উইকেট নিয়েছেন পিটার। একটি করে উইকেট নিয়েছেন কামরুল, নাঈম এবং রাজিব। ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাইরেটস অব চিটাগাং এর উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হয় ৩০ রানে। ১৯ বলে ১৮ রান করে ফিরেন আরমান। কামরুল এবং আসিফ মিলে দ্বিতীয় উইকেটে ২১ রানের বেশি যোগ করতে পারেনি। কামরুল ফিরেছেন ২০ রান করে। এরপর আসিফ এবং রুবেল মিলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ৮৮ রানে গিয়ে তৃতীয় উইকেট হিসেবে ফিরেন ১৬ রান করা রুবেল। এরপর আসিফ এবং রাতুল মিলে আর কোন উইকেট হারাতে দেয়নি পাইরেটসকে। ২৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে এ দুজন দলকে পৌছে দেন জয়ের বন্দরে। আসিফ ৩৯ এবং রাতুল ২৩ রানে অপরাজিত থাকে। ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের পক্ষে আশরাফুল, জয় এবং তারেক নেন একটি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে বাকলিয়া এবং চন্দনপুরার জয়লাভ
পরবর্তী নিবন্ধস্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতার জয় হবেই : বাইডেন