স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনের রিমান্ড মঞ্জুর

চন্দনাইশে ভোটকেন্দ্রে অস্ত্রবাজি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

 

 

চন্দনাইশে ভোটকেন্দ্র দখলে অস্ত্রবাজির ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রহিম উদ্দিন ও তার সহযোগী মোরশেদ আলম। গতকাল চট্টগ্রামের জুডিশিযাল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। মামলার তদন্তকারী সংস্থ্যা পিবিআই চট্টগ্রাম জেলা পরিদর্শক মো. নেজাম উদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গত ১১ জুন নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. রহিম উদ্দিন ও তার সহযোগী মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। আদালতসূত্র জানায়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে অস্ত্রবাজির ঘটনা ঘটে। এ ঘটনায় গাছবাড়িয়া সরকারি কলেজের ছাত্র হাবিবুর ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মা ছকিনা খাতুন বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গি বাজার ওয়ার্ডে হাজীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধচবি বাংলা অনুবাদ কমিটির সভা