স্বেচ্ছাসেবক দলকে তৃণমূলে সুসংগঠিত করার বিকল্প নেই

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ফরম বিতরণ অনুষ্ঠানে সুফিয়ান

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছাসেবক দলকে তৃণমূলে সুসংগঠিত করার বিকল্প নেই। বর্তমান সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। তাই আগামীতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজপথে সকল আন্দোলন গড়ে তুলতে হলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে হবে। তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আওতাধীন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনকল্পে তথ্য-উপাত্ত সংগ্রহ ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খান, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি শওকত আজম খাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচ.এম. রাশেদ খান, মহসীন চৌধুরী রানা, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাংকস এফসির গ্রিনউড প্রকল্পের নির্মাণ শুরু
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আগুনে পুড়ল ১০ দোকান