স্বেচ্ছাসেবক দলকে ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করতে হবে

আনোয়ারায় কর্মী সভায় বক্তারা

| মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নঈম উদ্দীন চৌধুরী বলেছেন, স্বেচ্ছাসেবকদলকে সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলার ১১ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। দেশের গণতন্ত্র পূনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার কাজ সফল করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়ন যথাক্রমে বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, চাতরী, বারখাইন, সদর, চাতরী, পরৈকোড়া, হাইলধর ও জুইদণ্ডী ইউনিয়নে কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মাস্টার আশরাফ আলী, অ্যাডভোকেট লোকমান শাহ, অ্যাডভোকেট আব্দুর রহিম, বজলুল করিম, আবু তাহের বাবু, আবু জাফর, আনোয়ার ডিলার, মো. শাহাজাহান, হান্নান রহিম তালুকদার,সেলিম উদ্দিন, কুতুব উদ্দিন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মোহাম্মদ হাসান আলী, নাজিম উদ্দিন খান, মো. হেলাল উদ্দিন খান, ইমতিয়াজ করিম পিন্টু, ইমন শাহ,সাইফুল ইসলাম সাবলু, আকবর আলী, মনির উদ্দিন চৌধুরী সেন্টু, মো. খোরশেদুল আলম চৌধুরী, জসিম উদ্দীন, মুহাম্মদ আবদুল গফুর, মোবিনুল রশিদ, সাজ্জাদ আদনান, নুরুল আলম নুরু, গিয়াসউদ্দিন চৌধুরী, পাপন,খোরশেদ আলম, নজরুল ইসলাম লিটন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলী, অজি আহমদ, আহাম্মদ নুর, মোহাম্মদ জামাল, আবদুর রহিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় একরাতে ৮ গরু চুরি
পরবর্তী নিবন্ধপটিয়ায় একশ কৃষক পেল ছয়টি পাওয়ার টিলার ও দুটি থ্রেসার মেশিন