স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭ নথি গায়েব

ঘটনা তদন্তে কমিটি

| রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

১৭টি নথিসহ একটি ফাইল খোয়া গেছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন উপসচিব এই জিডি করেছেন বলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানিয়েছেন। জিডির বরাত দিয়ে তিনি গতকাল শনিবার বিডিনিউজকে বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয় সংক্রান্ত শাখা-২ এর কম্পিউটার অপারেটর যোশেফ সরদার ও আয়েশা গত বুধবার কাজ শেষ করে ফাইলটি একটি কেবিনেটে রেখে যায়। ওই ফাইলে ১৭টি নথি ছিল। পরদিন এসে আর ফাইলটি না পেয়ে থানায় জিডি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব (প্রকল্প বাস্তবায়ন-১ শাখা) অতিরিক্ত দায়িত্ব (ক্রয় ও সংগ্রহ-২) নাদিরা হায়দার জিডিটি করেন। জিডির পর পুলিশ তদন্তে কী পেয়েছে- জানতে চাইলে ওসি মওদুত বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জিডি করা হয়। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি। রোববার এ বিষয়ে তদন্ত করা হবে।
এদিকে ১৭টি নথিসহ ফাইল হারানোর ঘটনাটি পুলিশকে জানানোর পর একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পরদিন গত শুক্রবার স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর এই তদন্ত কমিটি গঠন করে দেন। তিন সদস্যের এই তদন্ত কমিটির প্রধান থাকছেন চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. শাহ আলম। বাকি দুই সদস্য হলেন- যুগ্ম সচিব মো. আহসান কবীর (চিকিৎসা শিক্ষা, অতিরিক্ত দায়িত্ব ক্রয় ও সংগ্রহ অধিশাখা) এবং উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) মোহাম্মদ আবদুল কাদের। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জানতে চাইলে শাহ আলম গতকাল শনিবার বলেন, কাজ শুরু করেছেন তারা। রোববার থেকে শুরু হবে মূল তদন্ত।

পূর্ববর্তী নিবন্ধতাহের খান-আজাদ পরিষদের বিপুল বিজয়
পরবর্তী নিবন্ধতিন প্রস্তাব নিয়ে জলবায়ু সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী