ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় ও সুচিকৎিসা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙেগুলোতে ৫টি করে এবং প্রতি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুতের নির্দেশনা দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। একই সাথে জেনারেল হাসপাতালে ৫টি করে এবং আরবান ডিসপেনসারিতে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। মেডিকেল টিম গঠন করে সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
১০ মে স্বাক্ষরিত এক চিঠিতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব নির্দেশনা দিয়েছেন। পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে অনলাইনে সভা করেছেন। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্তের কথা জানানো হয়।