স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলে দেন। এরপর একটি বিক্ষোভ সমাবেশ নগরীর চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমরান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ ধর, রাজেশ্বর দাশ গুপ্ত, ঋজু লক্ষী অবরোধ, ইবনে সৈয়দ, কানুন, ধ্রুব বড়ুয়া, ইমন সৈয়দ, শিহাব, সুইডিশ পলিটেকনিক শিক্ষার্থী অয়ন সেন গুপ্ত, চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী খালিদ মিরাজ, মহিলা কলেজ শিক্ষার্থী উম্মে হাবিবা স্বর্ণা, মহসিন কলেজ শিক্ষার্থী রাফসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুর রহমান খান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে গত ২০২০ সালের ১৭ মার্চ থেকে আমাদের দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রকারান্তরে আমাদের জাতীয় যে উন্নয়ন ও অগ্রগতিই যেন থমকে আছে। গত প্রায় দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংসের সম্মুখীন। শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে শিক্ষা-কার্যক্রমের বাইরে থাকার ফলে তারা নানামুখী সমস্যার সম্মুখীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মানিক মিয়া
পরবর্তী নিবন্ধপটিয়ায় চুরির মামলায় আটক দুই