করোনার সংক্রমণ ঠেকাতে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ২০ জন মুসল্লি নিয়ে জামাতে তারাবির নামাজ আদায় করার অনুমতি দেয় ধর্ম মন্ত্রণালয়। তবে গতকাল প্রথম রোজার তারাবির নামাজে অধিকাংশ মসজিদে স্বাস্থ্যবিধি মানা হলেও ছিল ২০ জনের বেশি মুসল্লি। বিশেষ করে নগরীর ওয়াসার মোড়ের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ২০ জনের বেশি মুসল্লি নিয়ে তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।
এবিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান দৈনিক আজাদীকে বলেন, তারাবির নামাজ সরকারি নির্দেশনা মতে আদায় হচ্ছে কিনা সেটি তদারকির জন্য চট্টগ্রামকে ১৫ ভাগে ভাগ করে ইসলামিক ফাউন্ডেশনের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদেরকে মনিটরিং করছেন আবার ফাউন্ডেশনের পরিচালক। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান দৈনিক আজাদীকে বলেন, আমি আজ (গতকাল) মসজিদের ইমাম-মুয়াজ্জিন সাহেবদের নিয়ে বসেছিলাম। তাদেরকে বলেছি, মসজিদের অভ্যন্তরীণ লোক বাদে পরিস্থিতি অনুযায়ী ১০-১৫ জন বাইরের মুসল্লি যারা মসজিদে নিয়মিত নামাজ পড়েন তাদের রাখার জন্য। আমি সেইভাবে ২০ জনের একটা লিস্ট স্বাক্ষর করে দিয়ে এসেছি। অতিরিক্ত মুসল্লি নিয়ে নামাজ পড়ার বিষয়টি আমি খতিয়ে দেখছি।