স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দুর্গোৎসব পালন করতে হবে

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সুজন

| বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৯:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। কালের বিবর্তনে এই উৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব আয়োজনে চসিকের ব্যাপকতা অনেক বেশি। তিনি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আহ্বান মনেপ্রাণে বিশ্বাস করে সকলকে নিজ নিজ ধর্ম-কর্ম সম্পাদন করতে হবে। তিনি করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপনের আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগরীর পূজা মণ্ডপ সমূহের জন্য চসিকের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রশাসক এসব কথা বলেন। এবার চসিকের পক্ষ থেকে নগরীর প্রতিটি পূজা মণ্ডপে জেনারেটর বাবদ ২ হাজার টাকা করে ২৭০টি পূজা মণ্ডপে অনুদান দেয়া হয়েছে। আলো-বাতি, পানীয় জল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিসর্জন ও নিরাপত্তা বিধানসহ যাবতীয় সেবা নিশ্চিত করছে কর্পোরেশন।
চসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনেতাকর্মীদের মাস্ক পড়া বাধ্যতামূলক করছে নগর আ. লীগ
পরবর্তী নিবন্ধসুস্থ জাতি গঠনে উন্নত স্যানিটেশনের বিকল্প নেই :বিভাগীয় কমিশনার