তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি প্রতিউত্তর করোনা, কাছের মানুষ ভেবে জমানো রাগে অভিমানে দুই কথা বলে ফেলিও না। জগৎ সংসারটা বড়ই ভূতুড়ে নিয়মে চলে রে..এখানে অনিয়মই নিয়ম, এখানে আমরাই নিয়ম গড়ি,কিন্তু তা অন্যের জন্য -নিজের বেলায় ফাঁকি। বেশী আপন ভাবলে লোকে ভাবে- স্বার্থের টানে এই আলগা পীরিত। তাই শত কষ্ট হলেও তুমি চুপ থাকো- কেন এমন? তুমিতো বলো আমি বললে কেন ভুল তবে? অযথা আপন ভেবে -এমন পাগলের প্রলাপ করো না তুমি।