চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর উদ্যোগে স্থানীয় জেএমসেন হল প্রাঙ্গণে গত মঙ্গলবার অখণ্ডমণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসবের মূল দিবস সকাল ৮টা থেকে শুরু হয়ে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। সকাল সাড়ে ৮টায় স্বামীজীর আবির্ভাব দিবেসের ‘বিশেষ সমবেত উপাসনা’ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ধারাবাহিকভাবে যৌগিক আসন মুদ্রা প্রদর্শন, অখণ্ড শপথ দীক্ষা, স্বরূপানন্দ সংগতানুষ্ঠান ‘জন্মদিনে গান’, ব্রহ্মগায়ত্রী ও হরিওঁ কীর্ত্তন এবং বিকাল ৪টায় চরিত্র গঠন বিষয়ক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। মনতোষ মজুমদারের সভাপতিত্বে সভায় আশীর্বাদক ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। সভায় বরেণ্য অতিথির বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। উদ্বোধক ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক চিত্তপ্রসাদ তালুকদার, প্রফেসর ড. জিন বোধি ভিক্ষু, উত্তম কুমার শর্ম, ড. শ্রীপতি দাশ, দুলাল মজুমদার, তিনকড়ি চক্রবর্তী, লায়ন আশীষ ভট্টাচার্য ও অধ্যাপক সুভাষ কান্তি নাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর সাধারণ সম্পাদক রতন কুমার বণিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রণব কুমার দাশ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উত্তম ঘোষ, চিরঞ্জীব চৌধুরী, লাকী রক্ষিত, দিপ্তী ঘোষ, পাপিয়া ঘোষ, সুজলা আইচ, অংকিতা মজুমদার প্রমুখ শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।