মাঠে বসে অফিস করলেন মীরসরাইয়ের এসিল্যান্ড

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ভূমি মালিকদের হয়রানি রোধে উপজেলা ভূমি অফিসের মাঠে বসে অফিস করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা। গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত অফিসের মাধ্যমে ৪০ জন ভূমি মালিককে তাৎক্ষণিক সেবা দেন তিনি। উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা মোস্তফা নামে একব্যক্তি জানান, তিনি নিজের নামজারীর জন্য প্রায় দুই মাস আগে একটি ফাইল জমা দেন। ভূমি অফিসে উম্মুক্ত সেবা প্রদানের কথা শুনে ভূমি কর্মকর্তার কাছে এলে তিনি সাথে সাথে নামজারী খতিয়ান অনুমোদন দিয়ে দেন এবং ডিসিআর কাটানোর ব্যবস্থা করে দেন। মোস্তফার মতো এরকম ৩০ জন ভূমি মালিককে রোববার তাৎক্ষণিক নামজারী খতিয়ান অনুমোদন করিয়ে দেন। এছাড়া আরো ১০ জনকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহকারি কমিশনার (ভূমি) সেবা প্রদান করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা জানান, ভূমি মালিকদের দালালচক্রের দৌরাত্ম্য থেকে সচেতন করতে তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়েছে। এসময় নামজারী খতিয়ান অনুমোদন ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। ভূমি অফিসের এ কার্যক্রম চলমান থাকবেও বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআজ সাংবাদিক ওসমানুল হকের মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধস্বামী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব