স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের আবির্ভাব উৎসব উদযাপন

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় তপোবন আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯১তম আবির্ভাব উৎসব দোহাজারীতে কেন্দ্রীয় তপোবন আশ্রমে উদ্‌যাপিত হয়েছে। এই উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ২৪ আগস্ট অনুষ্ঠান শুরু হয়। ধর্মসভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন ও কেন্দ্রীয় তপোবন আশ্রমের সর্বপ্রথম গীতাপাঠক হিসেবে স্বামী রবিশ্বরানন্দ পুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন আশ্রমাধ্যক্ষ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ। স্মৃতিচারণ বক্তব্যে অংশ নেন স্বামী রবিশ্বরানন্দ পুরী, ডাঃ শ্রী নিত্যলাল দাশ, প্রসেনজিৎ দাশগুপ্ত প্রমুখ।
উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি খোকন দাশ বাচ্চুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসিৎ দত্ত। ২৫ আগস্ট ছিল শ্রীহরিনাম সংকীর্তন ও আহুতি দানের মধ্য দিয়ে গীতা হোমযজ্ঞের পরিসমাপ্তি ঘটে এবং ২৬ আগস্ট সমবেত উপাসনা শ্রীহরিনাম সংকীর্তনের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব
পরবর্তী নিবন্ধকবিতা মানুষের মনের অনুভূতিকে জাগ্রত করে