সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে অপহরণের শিকার হন আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি। আর তাকে মুক্ত করতে পুলিশকে না জানিয়ে মুক্তিপণ দিতে যান তার স্ত্রীসহ তিন নারী। অপহরণকারীরা তাদেরও অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। গত শনিবার রাতে তাদের উদ্ধার করেছে পুলিশ। তবে অপহৃত আবুল কালামকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কালামের ভাইয়ের স্ত্রী টিপু বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি অপহরণের মামলা করেছেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ডে মহাসড়কে সেবা পেট্রোল পাম্পের সামনে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস বিকল হয়ে গেলে কালামসহ তিন যাত্রী চা খেতে নামেন। এসময় অপহরণকারীরা চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল আবুল কালামকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে।
এদিকে কাউকে কিছু না জানিয়ে মুক্তিপণের ৮০ হাজার টাকা নিয়ে সেবা পেট্রোল পাম্পের সামনে তার স্ত্রী জাহানারা বেগম (৪০) ছাড়াও দুই আত্মীয় শাহানা বেগম (৫০) ও মরিয়ম বেগম (৫৫) আসলে তাদের পূর্বদিকে জঙ্গলের ভেতর যেতে বলে দুর্বৃত্তরা। তাদের কথামতো টাকা বুঝিয়ে দিতে জঙ্গলের ভেতর যায় তিন নারী। পরে সেখান থেকে তাদেরও অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে ঘটনাটি জানান, আবুল কালামের ভাবি টিপু বেগম। ৯৯৯ থেকে খবর পেয়ে অপহরণকারীদের উদ্ধারে শুক্রবার দিনব্যাপী পাহাড়ে অভিযান চালায় সীতাকুণ্ড থানার পুলিশ। প্রথম দফা অভিযানের বিষয় টের পেয়ে অপহরণকারীরা তাদেরকে আরও গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে রাতে দ্বিতীয় দফার অভিযানে অপহৃত তিন নারীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে এ সময় আবুল কালামকে নিয়ে পাহাড়ের আরও গহীনে চলে যায় অপহরণকারীরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, অপহৃত কালামকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। র্যাবও অভিযান পরিচালনা করছে। আশা করছি, দ্রুততম সময়ে কালামকে উদ্ধার করা যাবে। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ রাতে মহাসড়কে টহল আরও বাড়িয়েছে বলে জানান তিনি।












