স্বামীকে জামিনে ছাড়াতে প্রতারকের খপ্পড়ে পড়েছেন তাসলিমা সাখাওয়াত (৩৬) নামে নগরীর এক ব্যাংক কর্মকর্তা। তারা ওই ব্যাংক কর্মকর্তার স্বামীকে জামিনে ছাড়িয়ে আনার কথা বলে হাতিয়ে নেন দুই লাখ টাকা। পরে প্রতারণার শিকার ওই মহিলা ব্যাংক কর্মকর্তার মামলায় দুই প্রতারককে নগরীর বিআরটিসি মোড়ে হোটেল গোল্ডেন ইন থেকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো শিহাব উদ্দিন সিদ্দিকী প্রকাশ রিহান শিহাব (২৬), সে ফটিকছড়ির রোসাংগিরি গ্রামের তাহের উদ্দিন সিদ্দিকীর ছেলে ও গোল্ডেন ইন হোটেলের মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার মো. সোলায়মান (৪১)। প্রতারণার শিকার মামলার বাদী তাসলিমা সাখাওয়াত বেসরকারি সাউথইস্ট ব্যাংকের জুবিলী রোড শাখার সিনিয়র অফিসার।
কোতোয়ালী থানার ওসি মো. মহসীন বলেন, প্রতারনার শিকার মহিলার অভিযোগের ভিত্তিতে হোটেল গোল্ডেন ইন থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাননীয় শিক্ষা উপমন্ত্রীর নাম ভাঙিয়ে ব্যাংক কর্মকর্তা তাসলিমা সাখাওয়াতের স্বামীকে জামিনে ছাড়িয়ে আনার কথা বলে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন। ওই ব্যাংক কর্মকর্তার স্বামী ইফতিয়াজ সাঈদ সর্দার গত বছরের ১৭ নভেম্বর ঢাকায় র্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার হন। মহিলার স্বামীর পূর্ব পরিচিত ছিলেন গ্রেপ্তার হওয়া প্রতারক শিহাব। তারা মহিলার স্বামীকে জামিন করাবে বলে দুই লাখ টাকা নিয়ে নেয়। কয়েকদিন পর জামিন করার জন্য ৬/৭ লাখ টাকা দাবি করে। এতে মহিলা অপরাগতা প্রকাশ করে আগের দুই লাখ টাকা ফেরত চাইলে তারা টালবাহানা করতে থাকে। পরে মহিলা তার এক আত্মীয়ের মাধ্যমে মন্ত্রীর মহোদয়ের পিএসের সাথে যোগাযোগ করে জানতে তাদের কাউকে মাননীয় মন্ত্রী চেনেন না। পরে ওই মহিলা থানায় অভিযোগ করলে সোমবার দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।