স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই

মর্জিনা হক চৌধুরী পপি | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:১৮ পূর্বাহ্ণ

বদ্ধ খাঁচার পাখিও চায় নীল আকাশে উড়তে। বদ্ধ পুকুরের মাছও চায় খোলা নদীতে সাঁতার কাটতে। ঠিক তেমনি মানুষও চায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে। করোনাকালীন এই অখণ্ড অবসরে সবাই হাঁপিয়ে উঠেছে। মন চায় প্রাণ খুলে হাসতে, উন্মুক্ত মাঠে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে। উপভোগ করতে চাই জীবনটাকে। কাজের মাঝে নিজেকে ব্যস্ত রাখতে চাই। কত দেশ, নদনদী, পাহাড় -পর্বত, সৌন্দর্যের ঢালি সাজিয়ে বসে আছে। মন বলে ছুটে যাই সেই প্রকৃতির কাছে। ঘরবন্দী জীবন আর ভালো লাগছে না। যে জীবনে প্রাণের স্পন্দন নেই, হাসি – আনন্দ নেই সেই রকম জীবন চাই না। ছুটে যেতে চাই পৃথিবীর দিকে দিকে, সমুদ্র -মেঘলা, নদী -পর্বতে, শোভিত এই বিপুলা পৃথিবীতে। আহা প্রতি মুহূর্তে যেনো হাতছানি দিয়ে ডাকছে। চাইলেই এখন এই মুহূর্তে অনেক কিছু করা সম্ভব না। বাধা হয়ে দাঁড়িয়ে আছে না দেখা একটি ভাইরাস, যা করোনা ভাইরাস বা কোভিড -১৯ নামে পরিচিত। প্রাণঘাতী করোনা মানুষের স্বাভাবিক জীবনকে ঘায়েল করেছে। বদলে দিয়েছে মানুষের জীবনধারা। আঁকাবাঁকা পথের মত হয়ে গেছে মানুষের জীবন পথ। ব্যস্ততম জীবনটাই ভালো ছিলো। এমন ধূসর অবকাশ জীবন কেউ চায় না। সবাই যার যার কর্মক্ষেত্র ফিরে পেতে চায়। যেমন ঘরবন্দী শিক্ষার্থীরা চায় তাদের প্রিয় বিদ্যালয়ে ফিরে যেতে, সহপাঠীদের সাথে জ্ঞান ভাগাভাগি করে নিতে। শিক্ষকরা চান তাদের জ্ঞানে আলোকিত হোক শিক্ষার্থীরা। কর্মহীন মানুষগুলোও চাইছে তাদের কর্মস্থলে ফিরে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে। এই দীর্ঘ অবকাশ জীবন কেউ চায় না। আমিও চাই না। সুন্দর স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই।

পূর্ববর্তী নিবন্ধকৃতজ্ঞতাবোধ
পরবর্তী নিবন্ধঅসহায়ত্ব এবং আশার আলো