ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরে বেড়েছে পানির উচ্চতা। ফলে গতকাল মঙ্গলবার স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই-তিন ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে। এতে নগরের বিভিন্ন স্থানে পানি প্রবেশ করে তীব্র জলজটের সৃষ্টি হয়। আজ বুধবারও স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, আগ্রাবাদ আবাসিক এলাকা, বেপারিপাড়াসহ আশেপাশে জোয়ারের পানিতে থৈ থৈ করছে। ভারী বৃষ্টি না হলেও আকস্মিক জোয়ারের পানিতে ভোগান্তি বাড়ে স্থানীয়দের।
করিম নামে এক পথচারী বলেন, এখানকার সড়কগুলো উঁচু করা হয়েছে। এরপরও বৃষ্টি ছাড়া জোয়ারের পানিতে অবস্থা বেহাল হচ্ছে। এতে বোঝা যায় ভারী বৃষ্টি হলে অবস্থা আরো করুণ হবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাস হচ্ছে। এর সঙ্গে পূর্ণিমা হওয়ায় জোয়ারে পানির উচ্চতা বেড়েছে। বুধবারও (আজ) নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট অধিক উচ্চতার জোয়ার প্লাবিত হতে পারে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।