স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বাধীনের এক সভা সম্প্রতি নগরীর চকবাজারস্থ একটি হোটেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্বাধীনের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও ডা. এমএ ফজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামস্থ কক্সবাজার জেলা আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি অ্যাড. মো. ছমি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো. মিজানুর রহমান চৌধুরী, চট্টগ্রামস্থ কক্সবাজার জেলা আইনজীবী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. ইউনুছ। সভার ২য় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. ছমি উদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট স্বাধীনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন–সভাপতি মো. নাছির উদ্দিন, সহ–সভাপতি মো. বেলাল উদ্দিন, খন্দকার মো. খায়রুল আলম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ–সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. এমএ ফজল, সহ–সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।