স্বাধীনতা শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগীয় শাখার বর্ধিত সভা

| শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৭:১২ পূর্বাহ্ণ

স্বাধীনতা শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগীয় শাখার এক বর্ধিত সভা গত ২৩ ডিসেম্বর সংগঠনের সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সভাপতিত্বে কাজেম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুায়ালি বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। সৈয়দ মো. খালেদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক। বক্তব্য রাখেন অধ্যক্ষ গিয়াস উদ্দীন চৌধুরী, আমজাদ হোসেন চৌধুরী, অধ্যাপক আনিসুল মালেক, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক ক্ষিতিশময় বড়ুয়া, প্রধান শিক্ষক জয় সেন বড়ুয়া, ক–বাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ তারেক, চট্টগ্রাম মহানগর শাখার প্রধান শিক্ষক নুর মোহাম্মদ তালুকদার, প্রধান শিক্ষক জাকের হোসেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, চট্টগ্রাম দক্ষিণ জেলার মঞ্জুর আলম প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, মুজিব শতবর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উচ্চ মাধ্যমিক কলেজ ও আলিম মাদ্রাসায় সহকারী অধ্যাপকের পদ বহাল রাখা, আগামী বাজেটে পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং সরকারী অনুরূপ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার জন্য অর্থ বরাদ্দের জোর দাবি জানান। সভায় আগামী ৩১ জানুয়ারীর মধ্যে সকল জেলায় বর্ধিত সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে সহস্রাধিক শীতার্থের মাঝে কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধসম্পদের সুপরিকল্পিত ব্যবহার ও বিপণন আত্মনির্ভরশীলতা অর্জনে ভূমিকা রাখবে