স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

তালিকায় ফায়ার সার্ভিস-সেলিম আল দীনের নাম

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছে ফায়ার সার্ভিস। জরুরি দুর্যোগ মোকাবেলার এই সংস্থাটির সঙ্গে এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত নাট্যকার সেলিম আল দীন, রাজনীতিক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত ব্যক্তি।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে। সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম রাষ্ট্রের সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা পাচ্ছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য। খবর বিডিনিউজের। একই শ্রেণিতে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল সামসুল আলম, প্রয়াত লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজাউদ্দিন ভূইয়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সমাজসেবাজনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবার এই পুরস্কার পাচ্ছে। সাহিত্যে অবদানের স্বীকৃতিতে এবার সম্মাননা পাচ্ছেন প্রয়াত নাট্যকার ড. মুহাম্মদ মঈনুদ্দীন আহমেদ (সেলিম আল দীন)। সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় সাবেক ক্রিকেটার এ এস এম রকিবুল হাসান, গবেষণা ও প্রশিক্ষণে নাহিদা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফিরদৌসী কাদরীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতরা প্রত্যেকে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক, তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র পাবেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পদক হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসেই ফোরকান আবার জেনারেল হাসপাতালে
পরবর্তী নিবন্ধগঠিত হয় চট্টগ্রাম সংগ্রাম পরিষদ