স্বাধীনতা কনসার্ট স্থগিত

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পরে হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাতে ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিতের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় একযোগে যে কনসার্ট এক দিন পিছিয়ে ১২ এপ্রিল হওয়ার কথা ছিল, তা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। খবর বিডিনিউজের।

ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কনসার্ট হওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে গতকাল সোমবার দুপুরে বেইলি রোডে ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাজ্জাদ আলীর সঙ্গে ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এরপর ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল একযোগে চারটি ভেন্যুতে হওয়ার কথা বলেন। তবে রাত ৯টায় ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম রনির সই করা বিজ্ঞপ্তিতে কনসার্ট সাময়িক স্থগিতের কথা বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটোল রোডে মর্নিংওয়াক করতে গিয়ে কারের ধাক্কা, নিহত ১
পরবর্তী নিবন্ধযুবদল নেতার শয্যাপাশে গিয়াস কাদের চৌধুরী