বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম বলেছেন, এই দেশে জিয়া পরিবারের শাসন ব্যবস্থার বিকল্প নেই। দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর রাষ্ট্রনায়ক করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব নিরাপদ। বিগত ১৫ বছর ফ্যাসিবাদী সরকার পার্শ্ববর্তী দেশের সাথে আঁতাত করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলীন করেছে। তাই দেশের স্বাধীনতা রক্ষা করতে এদেশে বিএনপির শাসনব্যবস্থার বিকল্প নেই। আমরা মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে সকল অপশক্তি মোকাবেলায় বিএনপর সাংগঠনিক কর্মকাণ্ড আরো সুদৃঢ় করে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। তিনি গত মঙ্গলবার তৈলারদ্বীপ সরকার হাট সংলগ্ন এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুয়ায়ী আনোয়ারা–কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক। বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি নেতা আখতার নবী চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল, ব্যবসায়ী শাহওয়াজ নিজাম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, ইকবাল করিম শিফু, মাসুদুল আলম, আব্দুর রহিম বাঙালি, মোহাম্মদ জাফর, আবদুল জলিল, মো.নুর আলী, মো. ফরিদ, আহমদ নুর, যুবদল নেতা রাশেদ আহমদ, নুরুল কবির, মো. লোকমান, মো. নিজাম প্রমুখ।