স্বাধীনতা ও প্রত্যাশা

মর্জিনা হক চৌধুরী পপি | শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

অনেক কষ্ট ও রক্তের বিনিময়ে বহু মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। সেই ১৯৭১এর চেতনা কি আমাদের মধ্যে আছে? কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান কিংবা পাহাড়ি, কে বাঙালি এসব জাতপাত বিচার তো তখন ছিলো না। তখন সবাই ছিলো মুক্তি যুদ্ধের এক মাঠে। নদীর এক সীমানায়। তখন সবার পরিচয় ছিলো আমরা সবাই মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সৈনিক। আমরা সবাই বাংলাদেশি। সেজন্যই তো এক ঘরে থেকেছে, খেয়েছে, ঘুমিয়েছে। কোন বাছবিচার ছিল না। আজ আমাদের মাঝে কত ফাঁরাক। কেউ কাউকে ছাড় দিতে রাজি নই। দেশের আজ এত দুর্দশা,এত দৈবদুর্বিপাক। এ সঙ্কট আমাদের নিজেদেরই সৃষ্টি ; কোন ঐশ্বরিক বা প্রাকৃতিক সৃষ্টি নয়। চাইলেই আমরা নিজেরাই সমাধান করতে পারি। আজ স্বাধীনতার মহান দিবসে সবার কাছে আহবান জানাই, চলুন আমরা আজ ঐক্যবদ্ধ হই, শপথ গ্রহণ করি। দুর্বৃত্তায়ন রাজনীতি পরিহার করি, গুম হত্যা বন্ধ করি। সংঘাত ও সহিংসতা পরিহার করি। দেশে শান্তি প্রতিষ্ঠা করি। সবার মঙ্গল কামনা করি। বাংলাদেশের সমৃদ্ধি কামনা করি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবস : বাঙালির আত্মপরিচয়ের দিন
পরবর্তী নিবন্ধস্বাধীনতা আমাদের গৌরবের