স্বাধীনতা আমাদের গৌরবের

রফিক আহমদ খান | শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

দেখতে দেখতে আমাদের দেশের স্বাধীনতা অর্জনের পঞ্চাশ বছর পূর্ণ হয়ে গেলো। আমরা উদযাপন করছি গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। করোনাভাইরাসের কারণে আমাদের এই উদযাপন দৃশ্যত মহাসমারোহে হচ্ছে না হয়তো। কিন্তু হৃদয় আঙ্গিনায় ঠিকই আমরা গর্ব অনুভব করছি আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে। কারণ আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে। এই স্বাধীনতা আমাদের গৌরবের, অহংকারের। আমাদের সৌভাগ্য, সুবর্ণজয়ন্তী উদযাপনের পূর্বেই বিশ্বসংস্থা আমাদের স্বীকৃতি দিয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদায়। আমরা এক সময় পিছিয়ে ছিলাম, অনেক-অনেক পিছিয়ে। এখন পিছিয়ে নেই আর; আমরা এগুচ্ছি, এগিয়ে যাব নিরবচ্ছিন্নভাবে তুমুল গতিতে। আমাদের চোখ এখন স্বাধীনতার হীরকজয়ন্তীর দিকে। ২০৪১ সালে বা হীরকজয়ন্তীর পূর্বে এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলেই আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় সাফল্য অর্জিত হবে। এই অর্জন আমাদের করতেই হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা ও প্রত্যাশা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা আমার মননে