চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, “আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা জনগণের ভোট ডাকাতি করার মাধ্যমে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে গণতন্ত্র, ভোটাধিকার রক্ষার শপথ নিতে হবে। ভোট সেন্টারে ভোট ডাকাত ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভোট আপনার পবিত্র আমানত। ভোটের অধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে আপনাকে ভোট সেন্টারে গিয়ে ভোট প্রদান করতে হবে। বহিরাগত কোনো সন্ত্রাসী দেখলেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আওয়ামী লীগ সরকার জনগণের সব অধিকার লুটে নিয়েছে। দুর্নীতি আর দুঃশাসনের মধ্য দিয়ে দেশ চলছে। দেশের মানুষ আজ অসহায়।”
তিনি আজ রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জামালখাঁন ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
ডা. শাহাদাত হোসেন প্রশাসনের উদ্দেশে বলেন, “আপনারা জনগণের পালস বুঝার চেষ্টা করুন। দেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। দয়া করে আপনারা তাদের পক্ষ নিবেন না। চসিক নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করুন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। জনগণের মতামত বিএনপি মেনে নিবে। যদি কোনো ষড়যন্ত্র বা ফরমায়েশি ফলাফল ঘোষণা করা হয় তাহলে চট্টগ্রাম থেকে আন্দোলনের দাবানল সৃষ্টি হবে যার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে। তাই নিরপেক্ষ নির্বাচনে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।”
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, “নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতির অনবদ্য কৌশল করে জনগণের অধিকার কেড়ে নিয়ে যে কলঙ্ক রচনা করেছে তা সারাবিশ্বের মানুষের কাছে কালো রাত হিসাবে চিহ্নিত থাকবে। আসন্ন চসিক নির্বাচনেও ভোট ডাকাতির নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের পাঁয়তারা চলছে। চসিক নির্বাচনে বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্র দখলের চেষ্টা করা হলে চট্টগ্রামবাসী চুপ করে বসে থাকবে না। ভোট ডাকাতদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।”
২১নং জামালখান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমানের সভাপতিত্বে বিএনপি নেতা দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন নগর মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন, বিএনপি নেতা কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, কামাল হোসেন, বেলাল উদ্দিন, মো. আলমগীর, মোহাম্মদ সেলিম, সৈয়দ হারুনুর রশিদ, ডা. কামরান, বেলাল হোসেন, দিদারুল ইসলাম, বাবুল খান, এফ এম রুমি, মোতালেব, ইমরান হোসেন, আব্দুল আহাদ স্বপন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল প্রমুখ নেতৃবৃন্দ।