আঁকছি আমি পাহাড় নদী
ফুল পাখি ও দেশ
এতো আঁকি হয়না তবু
আঁকা আমার শেষ।
আঁকতে গেলে ফসল ভরা
সবুজ শ্যামল মাটি
এতো আঁকি হয়না তবু
আঁকা আমার খাঁটি।
আঙুল উঁচু ঐ ছবিটা
তুলির টানে আসে,
বজ্রকন্ঠ সেই মানুষের
ক্যানভাসে মুখ ভাসে।
আঁকতে গেলে স্বাধীনতা
লড়াই করার ছবি
তুলির টানে আঁকি আমি
স্বাধীনতার কবি।