স্বাধীনতাবিরোধী শক্তি ১৭ এপ্রিল মানে না

মুজিবনগর সরকার দিবসের আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস পালন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ১৭ এপ্রিল মানে না। আর যারা মুজিবনগর সরকার মানে না তারা বাঙালির গৌরবের অংশকে অস্বীকার করছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, মুজিবনগর সরকার গঠন হওয়ায় স্বাধীনসার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। গতকাল সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্য সুদৃঢ় করা গেলে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখা সহজতম হবে। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শাহাজাদা মহিউদ্দিন, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, খোরশেদ আলম, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, আবুল কালাম আজাদ, আ ম ম টিপু সুলতান চৌধুরী, এম এ মালেক, জসিম উদ্দিন, ইঞ্জি: মুনির উদ্দিন আহমদ, আমানুর রশিদ হিরু, মোহাম্মদ ফারুক, মমতাজ উদ্দিন, নাছির উদ্দিন, আবদুল গফুর লালু, আমির উদ্দিন চৌধুরী, আর কে রুবেল, রাজিন দাশ রাহুল, এস এম বোরহান উদ্দিন, আবু তাহের প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, মুজিবনগর সরকার গঠিত না হলে আমাদের স্বাধীনতা আন্তর্জাতিক স্বীকৃতি পেতোনা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের সঞ্চালনায় গতকাল বিকেলে সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, মহিউদ্দিন বাবলু, নাজিম উদ্দিন তালুকদার, সেলিম উদ্দিন, সাদাত আনোয়ার সাদী, রূপক দেব অপু, এড. জুবাঈদা সরোয়ার নিপা, রেজাউল করিম প্রমুখ। এর পূর্বে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপদযাপন ও স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড বিষয়ক কর্মশালা গতকাল সোমবার উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিতয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ : মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমিতির অডিটরিয়ামে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিটয়ারিং কমিটির সদস্য মাহবুব উদ্দিন আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এ.এইচ.এম. জিয়াউদ্দিন। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ.এস.এম. বজলুর রশিদ মিন্টু, আবু মোহাম্মদ হাশেম, মো. মুজিবুল হক, অশোক কুমার দাশ, ডেপুটি এর্টনী জেনারেল মোহাম্মদ আবুল হাশেম, জহির উদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন মো. সেকান্দর চৌধুরী, মোশারফ হোসেন, রানা মিত্র, ফখরুদ্দিন চৌধুরী, এম.. নাসের চৌধুরী, কাজী মুহাম্মদ নজমুল হক, মো. আবদুর রশীদ, সুস্বপন বিশ্বাস, দিদারুল আলম চৌধুরী, চন্দন কুমার তালুকদার, ফখরউদ্দিন জাবেদ, নোমান চৌধুরী, তসলিম উদ্দিন, পাপড়ী সুলতানা, রুবেল পাল, মাহতাব উদ্দিন চৌধুরী, আখতারুজামান রুমেল, জুবাঈদা সরোয়ার চৌধুরী নিপা, ফিরোজ উদ্দিন তারেক, জিকো বড়ুয়া, নজরুল ইসলাম, এম.সালাহ্‌উদ্দিন মনসুর চৌধুরী রিমু, মো. ইমরুল হক মেনন, মোহাম্মদ শামীম, নাসরিন আক্তার চৌধুরী, ইফতেখার উদ্দিনসহ বিপুল সংখ্যক আইনজীবী।

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, মুজিবনগর সরকারের হাত ধরেই আমাদের স্বাধীনতার স্বপ্ন বাস্তব রূপলাভ করেছিল। তিনি গতকাল সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, . মো. বশির জিসান, প্রকৌশলী মো. মকবুল হোসেন ও মো. জামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধনতুন সত্য প্রতিষ্ঠিত হয় যুক্তির মাধ্যমে
পরবর্তী নিবন্ধনাট্য শিল্পী কল্যাণ সমিতির গুণী শিল্পী সম্মাননা