স্বর্ণের বার উদ্ধার মামলায় তিনজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ এলাকা থেকে ১২০ পিস স্বর্ণের বার উদ্ধার মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তিন আসামি হলেন জাকির উদ্দিন মুন্না, মো. জাহির ও মো. ফারুক। এদের মধ্যে ফারুক ছাড়া বাকি দুইজন পলাতক। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৎআনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পুরো বিচার প্রক্রিয়ায় বিচারক ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ জুন বায়েজিদ থানাধীন এলাকায় প্রাইভেট কারের তেলের ট্যাঙ্কের ভেতরে রাখা অবস্থায় ১২০টি স্বর্ণের বারসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের হয়। একই বছর ১৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। এরপর ২০১৬ সালের ১৮ এপ্রিল চার্জগঠন করে তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধসপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমল চার টাকা
পরবর্তী নিবন্ধচবির মূল ফটকে এক ঘণ্টা তালা, বিক্ষোভ