প্রত্যেক শিক্ষার্থীরাই স্বপ্ন বিশ্বমানের উচ্চ শিক্ষার। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল হোপ স্কুলের শিক্ষার্থীরাও তার ব্যতিক্রম নয়। তাদের এ স্বপ্নকে আরো উজ্জিবিত করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। স্কুলটির বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী সম্প্রতি পরিদর্শন করেছে ইডিইউ ক্যাম্পাস। ইডিইউর ক্যাম্পাসে তাদের এবারই প্রথম আসা। এ সময় ইডিইউর কর্মকর্তারা তাদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। পরে অতিথিদের নিয়ে এক সৌজন্য সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান। তিনি বলেন, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার। জীবনে চলার পথের ভিত গড়ে দেয় স্কুল, শেখায় স্বপ্ন দেখতেও। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার পথ দেখায় বিশ্ববিদ্যালয়। শুরুতে অতিথিদের উদ্দ্যেশে প্রেজেন্টেশনের মাধ্যমে ইডিইউ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্কুল অব বিজনেসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রওনক আফরোজ। এতে বক্তব্য রাখেন প্রফেসর ড. রকিবুল কবির, প্রফেসর ড. নাজিম উদ্দিন এবং শহিদুল ইসলাম চৌধুরী। এ সময় ইন্টারন্যাশনাল হোপ স্কুলের সিনিয়র সেকশনের প্রধান মিরলান ঝুরুপভ, উপ-প্রধান পারাহাত আমান্দুরদিয়ের, আরিফ উল্লাহ, রাহাত সালেকিন ও আশরাফ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি